Banking। ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকদের জন্য বেতন চুক্তি সম্পাদিত, উপকৃত হবেন কয়েক লক্ষ কর্মী
Continues below advertisement
ABP Ananda : ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকদের জন্য বেতন চুক্তি সম্পাদিত হল। উপকৃত হবেন কয়েক লক্ষ ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকরা।দীর্ঘদিনের দাবি পাঁচ দিন হবে কাজের দিন। এই চুক্তিতে তারও উল্লেখ আছে। জানিয়েছেন AIBOC রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়।
Continues below advertisement