Union Budget 2024: সোনার চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের, বড় ধাক্কা সোনার ব্যবসাতেও | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সোনার চড়া(gold price) দামে নাভিশ্বাস ক্রেতাদের। চড়া দামের কারণে ধাক্কা সোনার ব্যবসাতেও। চাহিদা কমে যাওয়ায় বিক্রি এখন তলানিতে। ব্যবসার হাল ফেরাতে বাজেটের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। সোনায় জিএসটি এবং শুল্ক কমবে বাজেটে, আশায় বিক্রেতারা। কর ও শুল্ক কমলেই কমবে সোনার দাম। সোনার দাম কমলেই হাল ফিরবে ব্য়বসায়, আশায় বিক্রেতারা।কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2024) আগে সোনা-রূপায় জিএসটি এবং শুল্ক কমানোর (GST and import duty of gold) দাবি তুলছেন সোনা-রূপার ব্যবসায়ীরা। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী একই দাবি তুলেছেন কলকাতার সোনা-রূপার ব্যবসায়ীরাও।ব্যবসায়ীরা জানাচ্ছেন, যদি কর কমানোর জন্য কোনও পদক্ষেপ না করা হয়। তাহলে তাঁদের ব্যবসা-বাণিজ্য আরও ধাক্কা খাবে। ইতিমধ্যেই দাম বেড়ে যাওয়ায় চাহিদা কমেছে- যার ধাক্কা লেগেছে ব্যবসায়।কলকাতার (Kolkata Traders) এক সোনার দোকানের মালিক নিরঞ্জন কর্মকার বলেন, 'সোনার দাম এত বেড়ে গিয়েছে যে ক্রেতারা কিনতেই পারছেন না। যদি কর এবং শুল্ক কমিয়ে আনা হয়, তাহলে একটু সুরাহা হবে। পাথরের বাজারও খুব একটা ভাল না।'