Budget 2025: 'মানুষের BJP-র প্রতি আস্থা বাড়লে, বিরোধীদের ব্যাথা বাড়ে', বাজেট প্রসঙ্গে বললেন সজল
ABP Ananda LIVE : অর্থমন্ত্রী জানালেন, ১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না । তৃতীয় মোদি সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় । নিকট অতীতে এমন বিরাট ছাড় দেওয়া হয়নি মধ্যবিত্তর জন্য। ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। এরপর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। এরপর ১৬ থেকে ২০ লাখ রোজগেরেদের জন্য ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। মধ্যবিত্তরা কতটা সুরাহা পাচ্ছেন ? জানালেন সজল ঘোষ।
যদি কোনও ব্যক্তি 16 লক্ষ বছরে রোজগার করেন, তাহলে তিন 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে তার আয়কর ধার্যের পরিমাণ হবে 7.5 শতাংশ। একইভাবে কেউ 18 লক্ষ টাকা বছরে উপার্জন করলে সঞ্চয় থেকে 70,000 টাকা ছাড় পাবেন তিনি। এই ক্ষেত্রে তার কার্যকরী আয়করের পরিমাণ হবে 8.8 শতাংশ। কেউ যদি বছরে 20 লাখ উপার্জন করেন, সেই ক্ষেত্রে তিনি কর ছাড়ের সুবিধা হিসাবে 90,000 টাকা ছাড় পাবেন। তাকে 10 শতাংশ হারে ট্য়াক্স দিতে হবে। পাশাপাশি 25 লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে 1,10,000 টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তিনি সব মিলিয়ে 13.2 শতাংশ কর দেবেন । তবে কেউ যদি 50 লাখ টাকা বছরে আয় করেন, তাকে 21.6 শতাংশ হারে কর দিতে হবে। সেই ক্ষেত্রে তার কর ছাড়ের পরিমাণ হবে 1,10,000 টাকা।