Budget 2024: পুরনো কর কাঠামোর সঙ্গে নতুন কর কাঠামোয় কী বদল ? | ABP Ananda Live

ABP Ananda Live: মধ্যবিত্তের কিছুটা স্বস্তি। নতুন কর (Tax) কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে কোনও কর নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন (standard deduction) ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা। নতুন (New Tax) কাঠামোয় সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত লাভ। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। নতুন কর কাঠামোয় বদল। ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১০ থেকে ১২ লক্ষে ১৫%। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০ শতাংশ কর। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। অপরিবর্তিত পুরনো কর কাঠামো। ক্যাপিটাল গেনে (capital gain) ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ২ লক্ষ ২৫ হাজার টাকা। সময়ে TDS না দিলে অপরাধ নয়। ফ্যামিলি পেনশন ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। ফিসকাল ডেফিসিট জিডিপি-র ৪. ৯ শতাংশ। আগামী বছরে এই ঘাটতির পরিমাণ আরও ৪.৫ শতাংশ কমানোই সরকারের লক্ষ্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola