Narendra Modi: 'MSME সেক্টরের জন্য একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করার লক্ষ্য রয়েছে', জানালেন মোদি

Continues below advertisement

ABP Ananda LIVE: কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী (PM Modi)। নারী ক্ষমতায়ন থেকে বাকি সাধারণ মানুষ সবার জন্য এই বাজেটে কাজ হয়েছে বলে জানালেন মোদি। এদিন বাজেট পেশের পরে যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী- তাতে উঠে এসেছে ক্ষুদ্র-মাঝারি শিল্পের কথা। MSME সেক্টরের জন্য একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করার লক্ষ্য রয়েছে তাঁর সরকার- জানালেন মোদি। 'ভারতে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব', বাজেট পেশের পরে আশ্বাস মোদির। দেশে লগ্নির পরিবেশ আরও ভাল করতে এবং বাণিজ্যের পরিবেশে তৈরি করতেই একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। তারই একটা অংশ Angel Tax-দাবি মোদির। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যাতে স্বয়ংসম্পূর্ণ হয়। তার দিকে লক্ষ্য রেখে এই বাজেট তৈরি হয়েছে বলে জানালেন মোদি। পূর্ব ভারতে উন্নয়নের কথা শোনা গেল মোদির (Modi on Budget 2024) মুখে। দেশের এই অংশের পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করবে এই সরকার, আশ্বাস মোদির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram