West Bnegal Budget: লোকসভা ভোটের মুখে দরাজ হস্ত মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE

Continues below advertisement

Mamata Banerjee: ভোটের ( Lok Sabha Election 2024)মুখে বাজেটে (West bengal budget 2024)যেন কল্পতরু মমতা বন্দ্য়োপাধ্য়ায় (mamata banerjee)। রাজ্য় বাজেটে, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhander) টাকা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার এবং হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি, আরও চার শতাংশ DA দেওয়ারও ঘোষণা হয়েছে রাজ্য় বাজেটে। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের ভাতাবৃদ্ধির পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও করেছে রাজ্য় সরকার। ঘোষণা করা হয়েছে, কর্মশ্রী নামে একটা নতুন প্রকল্পের। যেখানে পঞ্চাশ দিনের কাজ পাবেন উপভোক্তারা। পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার না দিলে, একশো দিনের কাজের মতো আবাস যোজনার টাকাও দেবে রাজ্য সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram