Budget 2023: এবার বাজেট যুব ও মহিলাদের জন্য বিশেষ স্কিম | ABP Ananada Live

Budget 2023: 'যুবকদের (Youth) ইচ্ছাপূরণ, চাকরির সুযোগ তৈরি সরকারের প্রাথমিক লক্ষ্য'।'দীনদয়াল অন্ত্যোদয় (Deen Dayal Upadhyaya Antyodaya Yojana) যোজনা বিরাট সাফল্য লাভ করেছে'। 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নির্দিষ্ট পরিবারকে দেওয়া হবে'। 'আগামী এক বছর এই সব পরিবারকে খাদ্যশস্য দেওয়া হবে'। '২ লক্ষ কোটি টাকা ব্যয়ভার বহন করবে কেন্দ্র'। ' ভারতের হস্তশিল্পীদের জন্য আর্থিক প্যাকেজের কথা ভাবা হয়েছে'। 'আর্থিক সাহায্য ছাড়াও শিল্পীদের দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ'। 'পর্যটন শিল্পের প্রসারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে'। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola