Union Budget 2024 : বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা..

Continues below advertisement

Nirmala Sitharaman on Union Budget 2024:  অপরিবর্তিত রইল পুরনো কাঠামোর আয়কর। 'সময়ে TDS না দিলে অপরাধ নয়'। ক্যাপিটাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ১.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা । আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।দীর্ঘমেয়াদি ক্যাপিটাল গেনে ১৫% থেকে কমে ১২.৫% ছাড় স্বল্প মেয়াদি ক্যাপিটাল গেনে ২০% ছাড় । নতুন আয়কর কাঠামো: স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা। নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী । নতুন কাঠামোয়  ৩ লক্ষের কম আয়ে কোনও কর নয়, বলে বার্তা।

তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র ।বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা । অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ
বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর । বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । 'বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ'। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর 
১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ল ২৬ হাজার কোটি টাকা। ৬০ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে ৮৬ হাজার কোটি টাকা। ABP Ananda LIVE 

 


 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram