WB Budget 2025: পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: রাজ্য বাজেটে চার শতাংশ DA বাড়ানোর প্রস্তাব । চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর । পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে দেড় হাজার কোটি বরাদ্দ । আরও চার শতাংশ ডিএ, রাজ্য সরকারি কর্মীদের এবার ১৮% DA । রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ । রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ
মমতা বলেন, "আপনারা যদি বাজেটটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট... ভোট এলে ওরা একরকম কথা বলে। কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু, ভোটের পরে প্রতিশ্রুতি থাকে না। প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু, আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে, আমাদের নিজস্ব রাজস্ব থেকে...এখন একটাই ট্যাক্স...GST-র ট্যাক্স। সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র। কিন্তু আমাদের ভাগে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আবাসনের কাজ...যে গ্রামীণ বাড়ি তা বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে..., ২৮ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে।"