WB Budget 2025: শেষ পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষকে কতটা উজাড় করে দিল মমতার সরকার? দেখেনিন একনজরে
ABP Ananda Live: সামনের বছর বিধানসভার নির্বাচন। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে গ্রাম বাংলার উন্নয়নে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি থেকে গ্রামীণ রাস্তা, নদী ভাঙন থেকে নদীবন্ধন, একাধিক ক্ষেত্রে বরাদ্দ করা হল বাজেটে। প্রতিশ্রুতি দিলে তা রাখি, বাজেটের পর বললেন মুখ্যমন্ত্রী। বেকার যুবক-যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার, সমালোচনা করে মন্তব্য করলেন বিরোধী দলনেতা।
২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।