EPF Rate Hike: ২০২৩-২৪ আর্থিক বছরে বাড়ল ইপিএফের সুদের হার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ২০২৩-২৪ আর্থিক বছরে বাড়ল ইপিএফের সুদের হার । ৮.১৫% থেকে বেড়ে ইপিএফের সুদের হার এবার ৮.২৫% চলতি বছরের মে মাস থেকে ইপিএফে মিলবে ৮.২৫% হারে

সৌগত রায়ের পর এবার মদন মিত্র হুমকি ফোন পেলেন। তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়ককে হুমকি ফোন। মাঝরাতে মদনের কাছে ফোন আসে বলে জানা গিয়েছে। ফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলা হয়, "গুলি করলে কে বাঁচাবে?" এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন। জানালেন, এর নেপথ্যে অর্জুন সিংহ থাকতে পারে বলেও। (Madan Mitra)

এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ সৌগতর কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদনের কাছে। মদনের বক্তব্য, "হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আরও পরেি ঘুমাই। ঘুম আসে না। ঘুমের ওষুধ খেতে হয়। আমি অসুস্থ।" (Jayanta Singh)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola