GST: কাল থেকে আরও দামি প্যাকেটবন্দি আটা-পনির-দই, নয়া সিদ্ধান্ত
কাল থেকে আরও দামি প্যাকেটবন্দি আটা, পনির, দই। প্যাকেটবন্দি আটা, পনির, দইয়ের উপর দিতে হবে ৫ শতাংশ জিএসটি। হাসপাতালের পাশে ঘর ভাড়া নিলেও গুনতে হবে বেশি মাশুল। ৫ হাজার টাকার বেশি ভাড়ার ঘরেও দিতে হবে ৫ শতাংশ জিএসটি। সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর ।
Tags :
ABP Ananda Price Hike GST ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Yogurt Curd এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Paneer Atta