তিন মাসের ইএমআই স্থগিত করল এইচডিএফসি ব্যাঙ্ক
Continues below advertisement
৩ মাসের ইএমআই স্থগিত করল এইচডিএফসি ব্যাঙ্ক। ৩১শে মে পর্যন্ত স্থগিত করা হয়েছে ইএমআই। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ পাওয়ার পর সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই সিদ্ধান্ত নিয়েছে, যে তারা তিন মাসের জন্য স্থগিত রাখছে সব ইএমআই। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে একই পথে হাঁটছে বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্কও। গ্রাহকদের ব্য়াঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা যদি চান তাহলে ইএমআই মে মাসে দিতে পারেন। এই তিন মাসের প্রিঞ্চিপাল অ্যামাউন্টের ইন্টারেস্ট দিতে হবে জুন মাসে। গ্রাহকরা চাইলে ক্রেডিট কার্ডে ইএমআই দিতে পারেন বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আইসিআইসিআই ব্যাঙ্ক একই পদ্ধতি চালু করেছে।
Continues below advertisement
Tags :
Hdfc Bank Announcement Coronavirus Effect In Business Hdfc Bank Emi Payment Hdfc Bank Emi EMI Waived Off HDFC Bank Abp Ananda Covid-19 Nirmala Sitharaman