PPF Scheme: PPF স্কিম কি? কোন ৪টি বিষয় পিপিএফ স্কিমে ইনভেস্ট করতে সাহায্য় করবে? জেনে নিন

Continues below advertisement

ABP Ananda Live: PPF স্কিম কি? কোন  ৪টি বিষয় পিপিএফ স্কিমে ইনভেস্ট করতে সাহায্য় করবে? সেগুলিই দেখে নেওয়া যাক। 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত একটি কর-মুক্ত সঞ্চয় উপায়। ভারত সরকার 1968 সালে পিপিএফ স্কিম চালু করে যার প্রাথমিক লক্ষ্য ছিল মানুষকে ধারাবাহিকভাবে সঞ্চয় করতে উৎসাহিত করা। এটি সরকার দ্বারা নির্ধারিত এবং প্রতি ত্রৈমাসিকে পর্যালোচনা হয়। PPF এর মেয়াদ ১৫ বছর এবং PPF অ্যাকাউন্ট ডাকঘর, সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে খোলা যায়।

PPF এর মাধ্যমে ভালো পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায়।  হ্যাঁ, PPF একটি এমন স্কিম যেখানে যে কেউ বিনিয়োগ করতে পারে। এটি ৭.১% সুদ দেয় এবং আপনি এখানে  সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বাধিক ₹১.৫  লাখ টাকা  বার্ষিক জমা করতে পারেন।  PPF এর মেয়াদ ১৫ বছর, তাই এই স্কিমের মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদে ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram