Auto Expo 2023: অটো এক্সপো ২০২৩, প্রথম দিনে নজর কাড়ল কোন কোন গাড়ি ?

Continues below advertisement

শুরু হয়েছে অটো এক্সপো ২০২৩ (Auto Expo 2023)। দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় গাড়ির মেলা। প্রথম দিনেই চমক দিয়েছে একাধিক অটোমোবাইল সংস্থা। প্রকাশ্যে এসেছে একগুচ্ছ নতুন গাড়ি, যারা সত্যিই তাক লাগাচ্ছে। তবে সবচেয়ে বেশি চমক দিয়েছে মারুতি সুজুকি। প্রকাশ্যে এসেছে তাদের নতুন ভাবনা মারুতি ইভিএক্স (Maruti EVX)। ২০২৫ সালের মধ্যে এই গাড়ি তৈরি শুরু হবে। একবার চার্জ দিলে এই এসইউভি যেতে পারবে ৫৫০ কিলোমিটার। গুজরাতের প্ল্যাটে তৈরি হবে এই ইলেকট্রিক গাড়ি। টাটা মোটরসের তিনটি গাড়ি Tata Harrier EV, Tata Seirra EV এবং Tata Curvv পেট্রোল ভার্সানও লঞ্চ হয়েছে। বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাস অটো এক্সপো ২০২৩- এ প্রকাশ্যে এনেছে তাদের ডিজেল এসইউভি লেক্সাস আরএক্স ৫০০এইচ। নতুন গাড়ি প্রকাশ্যে এনেছে টয়োটাও। তাদের ল্যান্ড ক্রুজার এলসি৩০০ প্রকাশ্যে এসেছে এই অটো এক্সপোতে। নতুন গাড়ি প্রকাশ্যে এনেছে এমজি সংস্থা। অটো এক্সপো ২০২৩- এ প্রকাশ্যে এসেছে এমজি ইএইচএস প্লাস ইন হাইব্রিড, এমজি হেক্টরের নয়া ভার্সান এবং এমজি৪ ইলেকট্রিক গাড়ি। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাণ সংস্থা কিয়া মোটরস তাদের কনসেপ্টে ইভি৯, KA4 MPV এবং কিয়া কার্নিভাল প্রকাশ্যে এসেছে অটো এক্সপো ২০২৩- এ। এছাড়াও হুন্ডাই লঞ্চ করেছে আয়োনিক ৫- এর দাম ৪৪.৯ লক্ষ টাকা। এছাড়াও প্রকাশ্যে এসেছে হুন্ডাই আয়োনিক ৬ ইলেকট্রিক ভেহিকেল। চিনের সংস্থা BYD লঞ্চ করেছে Atto 3 এবং প্রকাশ করেছে Seal মডেল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram