Cyber Crime: প্রত্যুষার পরে আরও এক অভিনেত্রীকে হোয়াটসঅ্যাপে ‘ধর্ষণের হুমকি’
প্রত্যুষার পরে সাইবার হামলার শিকার আরও এক অভিনেত্রীকে। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ‘ধর্ষণের হুমকি’। ‘হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর পুরনো ছবি পাঠিয়ে হুমকি’। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের অভিনেত্রীর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিনেত্রী। তদন্ত শুরু করা হয়েছে, দাবি রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে।
পার্ক হোটেলের পার্টি কাণ্ডে জোরকদমে চলছে তদন্ত। হোটেলের ঘরের ভিতর থেকে ইতিমধ্যেই প্রচুর মদের বোতল-সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ৯ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আরও ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে জেরার জন্য তলব করেছে লালবাজার। আজ লালবাজারের তরফে আবগারি কমিশনকে চিঠি পাঠানো হল। লালবাজার সূত্রে খবর, আবগারির নিয়মভঙ্গ করে মদের বোতল মজুত করা হয়েছিল কিনা, অন্যান্য নেশার দ্রব্য মজুত সম্পর্কে আবগারি দফতর অবগত ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে পার্ক হোটেলের ৯টি বার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিল আবগারি দফতর।