Asaram bapu rape case: ১০ বছর আগে ধর্ষণের ঘটনায় গুরু আসারামকে দোষী সাব্যস্ত
১০ বছর আগে ধর্ষণের (Rape case) ঘটনায় গতকালই স্বঘোষিত গুরু আসারামকে (Asaram bapu) দোষী সাব্যস্ত করেছে গাঁধীনগরের এক আদালত (Court)। আজ সাজা ঘোষণা। ২০১৩ সালে সুরাতের (Surat) এক মহিলা আসারামের বিরুদ্ধে মামলা করেন।