Birbhum Violence: ’নিহতদের দেহ শনাক্তকরণ হয় নি’ ডিএনএ পরীক্ষা করাবে সিবিআই। Bangla News

রামপুরহাটকাণ্ডে নিহত ৭ জনের দেহের ডিএনএ পরীক্ষা করাবে সিবিআই, খবর সূত্রের। বগটুইয়ে সোনা শেখের বাড়ি থেকে উদ্ধার হয় এই ৭ জনের দেহ। পরিবারের তরফ থেকে এই ৭ জনের দেহ শনাক্তকরণ  করা হয়নি বলে অভিযোগ, খবর সূত্রের। তাই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত সিবিআই-এর, খবর সিবিআই সূত্রে। ময়নাতদন্তের সময়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সেই নমুনা মিলিয়ে দেখা হবে, খবর সূত্রের। তারপর নমুনা পাঠানো হবে দিল্লির ফরেন্সিক ল্যাবে, খবর সূত্রের। আজও দমকলের ওসি ও রামপুরহাট থানার পুলিশকর্মীদের তলব করেছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola