Death of Rasika Agarwal: '১৬ তারিখের ঘটনার এত দেরিতে তদন্ত কেন?' রসিকার মৃত্যুতে পুলিশি-উদাসীনতার অভিযোগ পঙ্কজ দত্তর

Continues below advertisement

কলকাতায় শিল্পপতি পরিবারের বধূর রহস্যমৃত্যু। ১৬ই ফেব্রুয়ারি আলিপুরে তাঁর বাড়ির নিচে মৃতদেহ উদ্ধার হয় রসিকা জৈনের। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পরিবারের। বুধবার সেই বাড়িতে তদন্তে গোয়েন্দা বিভাগের উমেন্স সেলের আধিকারিকরা। ১ বছর আগে ওই শিল্পপতি পরিবারে বিয়ে হয় রসিকার। বিয়ের পর থেকেই অত্যাচার করা হত বলে অভিযোগ বাবা-মায়ের। ঘটনাটি ঘটার ১৫ মিনিট আগে রসিকা তাঁর বাবাকে ম্যাসেজ পাঠিয়ে জানান, যে তিনি আর ওই পরিবারে থাকতে পারবেন না। তাঁর কিছুক্ষণ পরেই রসিকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে। শ্বশুরবাড়ির কোন প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে রাজ্য পুলিশের প্রাক্তন আইডি পঙ্কজ দত্ত বলেন, "এই ঘটনা আশাই করা যায় না। ১৬ তারিখের ঘটনা এত দেরি করে তদন্ত হবে কেন? মোবাইল, আইপ্যাড সবকিছু সিজ করা উচিত ছিল। তাতে কোনও তথ্য ছিল কি না তা দেখার জন্য। লালবাজারের উচিত ছিল প্রথম থেকে তদন্ত করা। সেটা করা হয়নি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram