Debanjan Deb Update: ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ড মামলায় ৬টি ইসিআইআর দায়ের ইডির
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তদন্ত শুরু করল ইডি (ED)। আগামী সপ্তাহে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ড মামলায় ইসিআইআর (ECIR) দায়ের ইডির। মোট ৬টি ইসিআইআর দায়ের ইডির। ভুয়ো ভ্যাকসিন মামলায় ১টি ইসিআইআর দায়ের। রেমডেসিভির, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি নিয়ে ইসিআইআর। কালোবাজারি বাকি ৫টি ইসিআইআর দায়ের।
এদিকে আজই দেবাঞ্জন সহ ৯ জনকে নিজেদের হেফাজতে পেল লালবাজার। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বাকি ধৃতদের ১৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে ভ্যাকসিনেশন মামলায় নির্দেশ আদালতের। নির্দেশ নগর দায়রা আদালতের।
Tags :
ED ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Fake IAS Debanjan Deb Fake Vaccine Scam Kolkata Vaccine Scam ECIR