Delhi Violence: কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আজ দিল্লিতে TMC-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম।Bangla News
সিবিআই, ইডি, এনআইএ। বাংলায় ঘটে যাওয়া একের পর এক ঘটনায় ক্রমশই চওড়া হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির জাল। তিন বছর আগে বীরভূমের জোড়া বিস্ফোরণকাণ্ডের তদন্তভার NIA-কে দিল হাইকোর্ট। বিস্ফোরণকাণ্ডের রাজ্যকে নথি হস্তান্তরের নির্দেশ। নির্দেশ তদন্তে এনআইকে সহযোগিতা করার। যেহেতু রাজ্যের তদন্তকারী সংস্থার চেয়ে এনআইএ-র ক্ষমতা বিস্তৃত, তাই ন্যায়বিচারের স্বার্থে মামলার ভার NIA'র হাতে তুলে দেওয়া হল, মন্তব্য আদালতের।
Tags :
Mamata Banerjee TMC BJP Delhi ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Jahangirpuri Mamata Banerjee TMC Clash এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল Fact Finding Comitee এবিপি আনন্দ