Fake CBI Lawyer Update: নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলেও দাবি করতেন ধৃত সনাতন
সনাতনকাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সূত্রের খবর, নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই আইনজীবী (Fake CBI lawyer)। উদ্ধার হয়েছে একাধিক নথি। এই নিয়ে আইন মন্ত্রককে চিঠি দিচ্ছে কলকাতা পুলিশ। কীভাবে তিনি এই ধরনের ভুয়ো পরিচয় ব্যবহার করতেন? জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, সনাতনের দুটি ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য উদ্ধার হয়েছে। কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন সনাতন। আদালতে এইসব তথ্য জমা দেওয়া হয়েছে।
এদিকে সনাতনকাণ্ডে এবার বিজেপি-যোগ খতিয়ে দেখছে চাইছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, সনাতন রায়চৌধুরী (Fake CBI Lawyer) সম্পর্কে তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হচ্ছে বিজেপিকে (BJP)। সনাতনের (Sanatan Ray Chaudhuri) কাছ থেকে উদ্ধার হয়েছে বিজেপির প্রাথমিক সদস্যপদের আবেদনের একটি রসিদ। পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান, কাদের সঙ্গে সনাতনের যোগাযোগ ছিল। এছাড়াও, সনাতনের বিপুল আয়ের উৎস জানতে চায় পুলিশ। পুলিশের দাবি, সিবিআই (CBI) ইতিমধ্যেই জানিয়েছে, সনাতন তাঁদের কৌঁসুলী নন।