Fake CBI Lawyer: কীভাবে ব্রিকস সম্মেলনে গেলেন সনাতন? খতিয়ে দেখছে পুলিশ

Continues below advertisement

ভুয়ো পরিচয় দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ধৃত সনাতন রায়চৌধুরীর (Sanatan Roychowdhury) চাঞ্চল্যকর দাবি। পুলিশ সূত্রে খবর, জেরায় সনাতন দাবি করেছেন, তিনি দক্ষিণ আফ্রিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে (BRICS Conference) গিয়েছিলেন। যে সম্মেলনে হাজির ছিলেন প্রধানমন্ত্রীও (Prime Minister)।  তা ছাড়াও সনাতন একাধিক দেশে গিয়েছেন বলে জেরায় দাবি করেছেন।  সনাতনের দাবি সত্যি হলে, কীভাবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে গেলেন? কার কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, কাদের সাহায্যে তিনি বিদেশে গিয়েছিলেন? এ সবই খতিয়ে দেখছে পুলিশ।  ধৃতের সঙ্গে তৃণমূল ও বিজেপি নেতাদের ছবি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। অভিযোগ, নিজেকে হাইকোর্টের রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য, সিবিআইয়ের কৌঁসুলি, মুখ্যমন্ত্রীর অফিসের উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় পরিচয় দিয়েছেন সনাতন।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram