Fake IAS Debanjan Deb: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলে অনুমান ইডি-র
ভুয়ো ভ্যাকসিনকাণ্ড (Fake Vaccine) নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক ইডি-র। ইডি (ED) সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর তাদের সন্দেহ, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলেও ইডি-র অনুমান। ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে জমা পড়েছে কলকাতা থেকে পাঠানো প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে দিল্লির সঙ্গে কলকাতা অফিসের ভার্চুয়াল বৈঠক হবে।
এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রধান অভিযুক্ত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের বিষয়ে প্রতিদিন নতুন নতুন প্রতারণাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে। এবার সামনে এল ভুয়ো আইএএসের উত্তরবঙ্গ-যোগ। শিলিগুড়ির বাসিন্দা সৌভিক মজুমদারের দাবি, ২০১৭ সালের ডিসেম্বরে কলকাতার একটি অনুষ্ঠানে দেবাঞ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে আইএএস পরিচয় দিয়ে শিলিগুড়িতে এসেছিলেন দেবাঞ্জন। সৌভিককে ২টি গান লিখে দেওয়ার প্রস্তাব দেন। সৌভিককে নিয়ে যান কালিম্পঙের একটি ট্যুরিস্ট লজে। অভিযোগ, সেখানেই চা বাগানের সমস্যা নিয়ে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ গড়া এবং তার দায়িত্ব সৌভিককে দেওয়া হবে বলে দেবাঞ্জন আশ্বাস দেন। এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই ২০১৮ সালে তিনি সৌভিকের কাছ থেকে ৩ লক্ষ টাকা চান। লাখ খানেক টাকা শোধ হলেও, বাকিটা ফেরত পাননি বলে শিলিগুড়ির ওই বাসিন্দার অভিযোগ। অভিযোগকারীর দাবি, কলকাতায় দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতেও যান তিনি। নেমপ্লেটে আইএএস লেখা দেখে দেবাঞ্জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। এখন, ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই এতদিন পর মুখ খুলেছেন শিলিগুড়ির ওই বাসিন্দা।