Burdwan Job Fraud: রাজ্যপালের ভুয়ো বার্তা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস

রাজ্যপালের (Governor) অভিনন্দন-বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার (Fraud) অভিযোগ। বর্ধমানে প্রতারণা-চক্রের পর্দাফাঁস। পালসিটের হোটেল থেকে গ্রেফতার ৮। বাজেয়াপ্ত গাড়ি। 

অভিযোগকারীদের দাবি, রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে তাঁদের আস্থা অর্জন করে প্রতারকরা। ২০১৮ থেকে এই প্রতারণা-চক্র সক্রিয়। অভিযোগ, রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আবেদনকারীদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। প্রশিক্ষণও চলে। গতকাল পালসিটের ওই হোটেলে শপথবাক্য পাঠ করানোর কথা বলে কয়েকজনকে ডেকে ফের টাকা চাওয়া হয়। তখনই সন্দেহ হয় আবেদনকারীদের। খবর পেয়ে হোটেলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় গাড়িচালক-সহ ৮ অভিযুক্তকে।

দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই কলকাতায় গ্রেফতার আরেক ভুয়ো সরকারি অফিসার। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের  স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি। গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার। পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। পুলিশের দাবি, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola