Jharkhand: ঝাড়খণ্ডের অভিনেত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী, দেওর-সহ ৪ জন
'ঘুমন্ত অবস্থাতেই ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রীকে খুন করেছিল স্বামী' বাগনানে জাতীয় সড়কে ঝাড়খণ্ডের অভিনেত্রীকে খুনে দাবি পুলিশের (Police)। 'বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহের অভিযোগ তোলায় পুলিশের দ্বারস্থ হয়েছিল রিয়া'। প্রতিহিংসায় পরিকল্পনা করেই কলকাতায় আনার পথে খুন, দাবি পুলিশের। বাগনানেই মিলল ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ব্যবহৃত অস্ত্র। বাগনানের (Bagnan) জাতীয় সড়কের পাশের ঝোপ থেকে রিভলবার উদ্ধার। 'মেয়ের ফোন থেকে অস্ত্র পাচারকারীর সঙ্গে যোগাযোগ করেছিল প্রকাশ কুমার', 'এপ্রিলে অস্ত্রের বরাত, পরে ৮ হাজার টাকায় ওয়ান শটার কিনেছিল প্রকাশ', হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাট থেকে অস্ত্র পাচারকারীর হদিশ, রহস্যের পর্দাফাঁস, দাবি পুলিশের। ২৮ ডিসেম্বর বাগনানে খুন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari)। অভিনেত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার (Arrest) স্বামী, দেওর-সহ ৪জন।