পঞ্চসায়র গণধর্ষণকাণ্ডে গ্রেফতার এক ট্যাক্সিচালক, দোষ কবুল ধৃতের, দাবি পুলিশের

Continues below advertisement
পঞ্চসায়র গণধর্ষণকাণ্ডের ৫ দিন পর গ্রেফতার এক ট্যাক্সিচালক। বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিগ্রহ, দোষ কবুল ধৃতের, দাবি পুলিশের।  ঘটনায় আটক আরও এক ট্যাক্সিচালক। গণধর্ষণকাণ্ডে গতকাল রাতে নরেন্দ্রপুরের দক্ষিণ কাঠিপোঁতা এলাকা থেকে গ্রেফতার করা হয় ট্যাক্সিচালক উত্তম রামকে। বাজেয়াপ্ত এসি ট্যাক্সি।

পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে তুলে মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, তার খোঁজে পঞ্চসায়র এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। গাড়িটিকে দেখা গেলেও তার নম্বর সিসি ক্যামেরায় স্পষ্ট করে ধরা না পড়ায় প্রথমে সমস্যা হয়। পুলিশ সূত্রে খবর, পঞ্চসায়র ও তার সংলগ্ন এলাকায় ওই ধরনের সমস্ত গাড়ির মালিক ও চালককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর, এক ট্যাক্সি চালকের বয়ানে প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে পঞ্চসায়র এলাকায় গাড়ির মধ্যে বসে মদ্যপান করছিলেন ট্যাক্সিচালক উত্তম রাম। তখনই তিনি এক মহিলা একটি গাড়িতে উঠতে দেখেন। ট্যাক্সিচালক ওই গাড়িটির পিছু নেন। তাঁর দাবি, কিছুটা দূর গিয়ে মহিলা ওই গাড়ি থেকে নেমে ইএম বাইপাসের দিকে এগিয়ে যান। সেখানে মহিলাকে হাত দেখিয়ে ট্যাক্সি দাঁড় করাতে দেখে এগিয়ে আসেন উত্তম রাম। ট্যাক্সিচালকের দাবি, মহিলা সামনের আসনে বসেছিলেন। এরপর বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়ার কথা বলেন মহিলা। প্রথমে তাঁকে উল্টোদিকে অজয়নগরের দিকে নিয়ে গেলেও, পরে নরেন্দ্রপরের দক্ষিণ কাঠিপোঁতা এলাকায় নিয়ে যান ট্যাক্সিচালক। সেখানেই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram