Pamela Goswami Arrest: পামেলাকে সঙ্গে নিয়ে নিউটাউনের পার্লারে তল্লাশি অভিযানে পুলিশ

অবশেষে নিউটাউনের শপিং মলে থাকা পামেলা গোস্বামীর (Pamela Goswami) পার্লারের চাবি পেল পুলিশ। পামেলাকে সঙ্গে নিয়েই মাচকপাচার কাণ্ডে সেই পার্লারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁদের সঙ্গে রয়েছেন পামেলার সঙ্গী তথা বিজেপি যুব নেতা প্রবীর কুমার দে ও তাঁদের দেহরক্ষী। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুবমোর্চার সম্পাদক তথা অভিনেত্রী পামেলা গোস্বামীকে। প্রসঙ্গত, প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৯০ গ্রাম কোকেন সহ পামেলা ও বিজেপি যুব নেতা প্রবীর কুমার দে ও তাঁদের দেহরক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তারপরই পামেলার পার্লারে তল্লাশি চালানোর উদ্যোগ নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই পার্লারে বসেই সমস্ত লেনদেন চালাতেন অভিনেত্রী। অবশেষে চাবি পাওয়া যাওয়ায় তল্লাশি শুরু হয়। অন্যদিকে পামেলা পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ এনেছেন। সিআইডি তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola