Newtown Encounter: নিউটাউনকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুমিত কুমারের পুলিশ হেফাজত

Continues below advertisement

নিউটাউনকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুমিত কুমারের পুলিশ হেফাজত। ৬ দিনের পুলিশ রিমান্ড দিল পঞ্জাবের আদালত। সুমিত কুমারের ডক্যুমেন্ট ব্যবহার করেই নিউটাউনে ফ্ল্যাট ভাড়া।গ্যাংস্টারদের জন্য ভাড়া করা হয়েছিল ফ্ল্যাট। অন্যদিকে নিউটাউন শ্যুটআউটকাণ্ডে গ্যাংস্টারের সঙ্গে পুলিশ-যোগ। আটক পঞ্জাব পুলিশ কনস্টেবল অমরজিৎ সিংহ।  ধৃত সুমিত কুমার ও ভরত কুমারের সঙ্গে বন্ধুত্ব ছিল অমরজিতের। ভরতের কাছ থেকে মিলেছে অমরজিতের আইডি কার্ড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram