Promoter Murder: বারুইপুরে প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় মহিলা-সহ গ্রেফতার ৫|Bangla News

Continues below advertisement

বারুইপুরের (baruipur) বেগমপুরে প্রোমোটারকে (promoter) পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। নেতাজিনগরের বাসিন্দা প্রোমোটার অভীক মুখোপাধ্যায়ের সঙ্গিনী প্রিয়ঙ্কা সরকারকেও গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ পাঁচ গ্রামবাসীকে আটক করে বারুইপুর থানার পুলিশ। চোর সন্দেহে গণপিটুনিতেই মৃত্যু হয়েছে প্রোমোটারের, এখনও পর্যন্ত এমনটাই মনে করছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram