Shooting: শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে গুলি বৃষ্টি, নিহত কয়লা মাফিয়া

Continues below advertisement

ভরসন্ধ্যায় শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে গুলি বৃষ্টি, নিহত কয়লা মাফিয়া (Coal mafia)
২ নম্বর জাতীয় সড়কের ধারে পরপর ৬ রাউন্ড গুলি, একজনের মৃত্যু, আহত ১ -
ভিড়ে ঠাসা ল্যাংচার দোকানে দাঁড়িয়ে থাকা এসইউভি-তে এলোপাথাড়ি গুলি --
দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাজু ঝা, সঙ্গীর হাতে গুলি
হামলার পরে নীল রঙের গাড়িতে কলকাতার দিকে চম্পট আততায়ীরা  --
এলোপাথাড়ি গুলি বৃষ্টির পরে কলকাতার দিকে চম্পট আততায়ীরা  --
নিহত কয়লা মাফিয়া রাজু ঝা নামে দুর্গাপুরের বাসিন্দা  --
আসানসোল থানায় নিহত রাজু ঝায়ের নামে একাধিক মামলা --
কয়লা পাচারের অভিযোগে রাজু ঝাকে গ্রেফতার করেছিল সিআইডি --
২০২১-এ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু ---
দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, নিহত রাজু ঝার পেট-বুকে ২টি গুলি  --
নিহত রাজু ঝায়ের সঙ্গীর হাতে গুলি, বর্ধমান মেডিক্যালে ভর্তি  --
দুর্গাপুর থেকে আসার পথে শক্তিগড়ে শ্যুটআউট, এলোপাথাড়ি গুলি --
'সন্ধে ৭.৫০: সাদা ফরচুনারের পাশে দাঁড়ায় নীল রঙের ব্যালেনো' --
'নিহত কয়লা মাফিয়া রাজু ঝা, ছায়াসঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়ের হাতে গুলি' --
কেউ কিছু বুঝে ওঠার আগেই লাগাতার গুলি চালিয়ে আততায়ীরা চম্পট: পুলিশ সূত্র --

২৬ ফেব্রুয়ারি: দুর্গাপুরে রাজু ঝা-র বন্ধুর ভাইয়ের অফিসে হামলা 
ভাইয়ের অফিসে হামলা, টার্গেট ছিল রাজু ঝা, সন্দেহ পুলিশ সূত্রে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram