Tripura: খোয়াইতে একের পর এক ৫ জনকে কুপিয়ে খুন! আটক অভিযুক্ত | Bangla News

Continues below advertisement

ত্রিপুরার (Tripura) খোয়াই (Khowai) জেলায় নৃশংসভাবে খুন হলেন একই পরিবারের দুই শিশু ও পুলিশ অফিসার-সহ ৫ জন। আহত হন বেশ কয়েকজন। গতরাতে ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার উত্তর রামচন্দ্র ঘাটের শেওড়াতুলিতে। স্থানীয়দের অভিযোগ, প্রদীপ দেবরায় নামে এক ব্যক্তি প্রথমে তার দুই সন্তানকে কুপিয়ে খুন করে। এরপর স্ত্রীকেও খুনের চেষ্টা করে অভিযুক্ত। এরপর বাড়ি থেকে বেরিয়ে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায় ওই ব্যক্তি। অভিযোগ, চলন্ত অটো থামিয়ে চালককে খুন করে। খবর পেয়ে টিএসআর জওয়ানদের নিয়ে ওই এলাকায় যান খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক। ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপরেও চড়াও হয় অভিযুক্ত। পুলিশ অফিসারকেও কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পরে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন আটক ব্যক্তি। কী কারণে এমন নৃশংসকাণ্ড ঘটাল ওই ব্যক্তি, তাঁর মানসিক সমস্যা রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram