Ballygunge Money Recover: বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়, এবার কয়লাপাচার ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ পেল। ABP Ananda Live
বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়, এবার কয়লাপাচার ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি জানিয়েছে, ১২ কোটি টাকা বাজার দর হলেও, দলিলে গেস্ট হাউসের দাম দেখানে হয়েছে ৩ কোটি টাকা। বাকি টাকা কোথায়? খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি দাবি করেছে, উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার সঙ্গে সরাসরি কয়লা পাচারকাণ্ডের যোগ রয়েছে! বুধবার বালিগঞ্জের যে অফিসে তল্লাশি চালিয়ে, ইডি প্রায় দেড় কোটি টাকা বাজেয়াপ্ত করে, সেটি নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম সাকারিয়ার। বিজেপির অভিযোগ, যে বাড়িতে তল্লাশি হয়েছে, তার মালিক মনোজিত সিং গ্রেওয়াল। ইডি-র প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এক মন্ত্রীর হয়ে বেআইনি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন বিক্রম সাকারিয়া । আর ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের মাধ্যমে কয়লা পাচারের চেষ্টা করছিলেন এক প্রভাবশালী রাজনীতিক।