Aushgram News: আউশগ্রামের হাতকৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা। ABP Ananda Live
আউশগ্রামের হাতকৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা। ৭ দিনের মধ্যে না দিলে বেতন কেটে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। অসুস্থতার কারণে ট্রান্সফারের আবেদন জানান স্কুলের শিক্ষিকা হামিদা খাতুন। প্রধান শিক্ষিকা কর্ণপাত না করায় আদালতের দ্বারস্থ হন তিনি। ২০২২-এর ১ অগাস্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেয় অবিলম্বে প্রক্রিয়া সম্পন্ন করতে। তাতেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা। এরপর আদালত অবমাননার মামলা করেন হামিদা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এত দেরি কেন? প্রশ্ন বিচারপতি মান্থার। প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি নথি পেয়েছেন বলে জানান স্কুল পরিদর্শক। আদালত অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার