Job Seekers Agitation: হকের চাকরির দাবিতে আজ একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন
হকের চাকরির(job) দাবিতে আজ একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীদের(job seeker) ১০টি সংগঠন। শিয়ালদা,(sealdah) হাওড়া (howrah)ও কলেজ স্ট্রিট থেকে চাকরিপ্রার্থীদের মিছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে(ranirashmoni avenue) এসে জড়ো হবে। সেখানে সভা করবেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের প্রাথমিক(primary), গ্রুপ D, SLST প্রার্থীরা এদিনের কর্মসূচিতে অংশ নেবেন।দক্ষিণ ২৪ পরগনার, ২০০৯ সালের প্রাথমিকের যে চাকরিপ্রার্থীদের নাম প্য়ানেলে ছিল না, তাঁরাও এই কর্মসূচিতে থাকছেন। তবে প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরা এদিনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। এর আগে গতবছরের ১৯ ডিসেম্বর, হাইকোর্টের সম্মতিতে কলকাতায় মহামিছিলের আয়োজন করে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠনের জোট। এদিকে কেন্দ্রীয় দল (Central team) ধরার পরই আবাস তালিকা থেকে বাদ গেল বিহারের (Bihar) বাসিন্দার নাম। মোট ২৭ জনের নাম বাদ দিলেন জেলাশাসক(District Magistrate)। কোন জাদুবলে তালিকায় নাম, উঠছে প্রশ্ন। ধরা পড়ে নাম বাদ।