100 Days Work: একশো দিনের কাজ ফের শুরুর নির্দেশ হাইকোর্টের। সঙ্গে আরও কী নির্দেশ কেন্দ্রকে?
ABP Ananda Live: একশো দিনের কাজ ফের শুরুর নির্দেশের পাশাপাশি, আজ হাইকোর্ট এও বলেছে, 'দুর্নীতি রোধে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্তও আরোপ করতে পারবে কেন্দ্র। যে কোনও ধরনের নিয়মও তৈরি করতে পারবে তারা। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে তারা।
টানা বৃষ্টিতেও ভোটদানের উৎসাহে নেই কমতি, ছাতা মাথায় নিয়েই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে চলছে ভোটদান পর্ব
বিরূপ আবহাওয়া। বুধবার রাত থেকেই চলছে বৃষ্টি। কিন্তু তাতেও মানুষের ভোটদানে উৎসাহের খামতি দেখা যায়নি নদিয়ায়। বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে হাজির হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এরপর কাজে বেরোতে হবে। তাই সকালে তাড়াতাড়ি ভোট দিয়ে যাচ্ছেন।