100 Days Work: উত্তর ২৪ পরগনার সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: উত্তর ২৪ পরগনার(north 24 parganas) সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ। সই জালের অভিযোগে দুই সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রূপালি মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে আজই তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগ ওঠে, পাঁচপোতা গ্রামে ১০০ দিনের কাজে(100 days work) রাজ্যের (west bengal)টাকা যাঁদের কাছে জমা পড়েছে,তাঁদের অনেকেই কাজ করেননি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন। ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram