Raniganj: ২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে

Continues below advertisement

ABP Ananda LIVE: । বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আ২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কেদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে । পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে। 

আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি। 

৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল, তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা চাইলেও মেলেনি, দাবি রাজভবনের। বাম ও কংগ্রেসের তরফে বিলের বয়ান বদলের অভিযোগ করা হয়েছিল। ২০১৯-এ বিধানসভায় বিল পাসের সময় গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল। কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না, চাঞ্চল্যকর দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের তরফে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram