10Tay 10Dik seg: নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের
Continues below advertisement
গ্রুপ D-তে নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন, CBI আদালতে দাবি করে, ২ হাজার ৮২৩ টি OMR শিট বিকৃত করা হয়েছে। যার মধ্যে ২২৭ জন ফাঁকা খাতা জমা দিয়েছেন।
Continues below advertisement