India Pakistan News: ১১ দিন পার, এখনও পাকিস্তানে আটক হুগলির BSF জওয়ান | ABP Ananda LIVE

ABP Ananda Live: সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান । রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান: PTI সূত্র । BSF জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার । ১০দিন পার, এখনও পাকিস্তানে আটক হুগলির BSF জওয়ান । ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে BSF জওয়ান । BSF জওয়ানকে আটকে রেখে ভারতের উপর চাপের কৌশল পাকিস্তানের । এবার BSF-র হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান

আরও খবর...

মুর্শিদাবাদে ওয়াকফ-হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের ওপর সল্টলেকে পুলিশি জুলুমের অভিযোগ উঠল। পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতাদের। বিজেপির অভিযোগ, সল্টলেকের যে বাড়িতে নিহতদের পরিবার ছিল, সেখানে অপহরণের অভিযোগে চড়াও হয়ে দরজা ভাঙে পুলিশ।গতকাল থেকে সল্টলেকের BG ব্লকের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে সামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবারের ৭ সদস্য। বিধাননগর পুলিশ জানিয়েছে, সামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেন নিহতদের এক আত্মীয়। তার ভিত্তিতেই তদন্তে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। দুই নাবালক-সহ ৭ জনের বয়ান রেকর্ড করা হয়।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola