Uttarkashi Rescue: উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের ১৩ দিন, শ্রমিকদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান। ABP Ananda Live

Continues below advertisement

Uttar Kashi Update: উত্তরকাশীতে (Uttarkashi) সুড়ঙ্গ বিপর্যয়ের ১৩ দিন, শ্রমিকদের উদ্ধারে ( rescue workers) রুদ্ধশ্বাস অভিযান। 'অগার' যন্ত্র মেরামতির পর ফের শুরু ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারীরা। গতকাল টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। বুধবার রাতেই সুড়ঙ্গে ঢুকে পড়েছেন এনডিআরএফ-এর ২১ জন উদ্ধারকারী। সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স, প্রস্তুত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram