Murshidabad News: মুর্শিদাবাদে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে নৈরাজ্যের আগুন, ৩ জনের মৃত্যু, নামল কেন্দ্রীয় বাহিনী । মুর্শিদাবাদে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন । ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন । ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪ কোম্পানি সিআরপিএফের স্পেশাল RAF । মোতায়েন আরও ৪ কোম্পানি সিআরপিএফ ও ৯ কোম্পানি বিএসএফ
আরও খবর...
'বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে হামলাকারীকে ঢুকিয়ে প্ররোচনা দিয়ে গন্ডগোল করানো হয়েছে। যারা গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। কোনও কোনও রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়েছে।বিএসএফের একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলার পর সরানো হয়েছে', বিস্ফোরক দাবি কুণাল ঘোষের।
''আমাদের লড়াই হিন্দু-মুসলিমদের মধ্যে নয়। আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ-আন্দোলন করুন। অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে'', সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া কলকাতা নাখোদা মসজিদের ইমামের মৌলানা মহম্মদ সফিক কাশমির।