Uttarkashi Update: বিপর্যয়ের ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের
ABP Ananda LIVE: সুড়ঙ্গে মুক্তির আলো, উত্তরকাশীর টানেল থেকে বের করা হল ১৭ জন শ্রমিককে। বিপর্যয়ের ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের। সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের । উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো। ধীরে ধীরে উদ্ধার করা হবে বাকি শ্রমিকদের। ১৭ শ্রমিককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা। টানেলের সামনে প্রস্তুত অ্যাম্বুল্যান্স, নিয়ে যাওয়া হবে স্থানীয় হাসপাতালে। সঙ্কটজনক শ্রমিকদের নিয়ে যাওয়া হবে হৃষিকেশ এইমসে
Tags :
Uttarakhand News Live 41 Workers Trapped Inside A Collapsed Tunnel Exclusive Trapped Workers Video