Naushad Siddiqui: নৌশাদ সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল, পথে বাম-ISF সহ ১৮টি সংগঠন
নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরে বাম (CPM), আইএফএস (ISF) সহ ১৮টি সংগঠনের মিছিল। কাল ভাঙড়ে একই দাবিতে সমাবেশ। জারি ১৪৪ ধারা।