Belur Math: বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি উৎসব
বেলুড় মঠে রামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে। আজ ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্য়াসী ও ভক্তরা খোল-করতাল বাজিয়ে মঠ চত্বরে ঊষা-কীর্তন করেন। আজ দিনভর বেলুড় মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে।