Rajya Sabha: চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হল রাজ্যসভার ১৯জন বিরোধী সাংসদকে। Bangla News

Continues below advertisement

লোকসভার পর এবার রাজ্যসভা। স্পিকারের পর এবার রাজ্যসভার চেয়ারম্যানের শাস্তির কোপে বিজেপি বিরোধী দলগুলির সাংসদরা। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে GST-সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবিতে মঙ্গলবার রাজ্যসভা এবং লোকসভায় সরব হন বিরোধী সাংসদরা। অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে দফায় দফায় বিক্ষোভের পাশাপাশি স্লোগান দেন তাঁরা। এরপরই অভব্য আচরণের অভিযোগে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় রাজ্যসভার ১৯জন বিরোধী সাংসদকে। সাসপেন্ডেড সাংসদদের মধ্যে রয়েছেন, তৃণমূলের সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস, নাদিমুল হক।  পাশাপাশি, সাসপেন্ডেড সাংসদদের তালিকায় রয়েছেন সিপিএমের ৩ সাংসদ, DMK-র ৬ সাংসদ ও TRS-এর ৩ সাংসদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram