Group D: 'গ্রুপ ডিতে ২ হাজার ৮২০টি OMR শিট বিকৃত করা হয়েছে', শুনানিতে জানাল স্কুল সার্ভিস কমিশন | Bangla News

Continues below advertisement

গ্রুপ ডিতে ২ হাজার ৮২০টি OMR শিট বিকৃত করা হয়েছে। মূল্যায়নকারী সংস্থার সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের কোনও মিল নেই। ২০১৬'র গ্রুপ D'র OMR শিট দুর্নীতি মামলার শুনানিতে জানাল স্কুল সার্ভিস কমিশন। এর প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজকের মধ্যেই এই ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করা হবে। পাশাপাশি, বিচারপতির নির্দেশ, এই ২ হাজার ৮২০ জনের বিস্তারিত তালিকা তৈরি করতে হবে কমিশনকে। শুক্রবার দুপুর ১২টার মধ্য়ে কমিশনকে হলফনামা জমা দিতে হবে। হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে তা আপলোড করতে হবে। এরপরই সুপারিশ পত্র প্রত্যাহার করার নির্দেশ দেবে হাইকোর্ট। তার ৫ মিনিটের মধ্যে নিয়োগপত্র প্রত্যাহার করবে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে, বৃহস্পতিবার, গ্রুপ ডি র নিয়োগ সংক্রান্ত রিপোর্ট না পাওয়ায়, হাওড়ার জেলা স্কুল পরিদর্শককে তলব করে আদালত।  বিচারপতি বলেন, আদালতে না আসলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব। যদিও পরে আদালতে হাজিরা দেন স্কুল পরিদর্শক। হাইকোর্টের নির্দেশে অযোগ্য়দের চাকরি হারানোর খবরে আশার আলো দেখছেন আন্দোলনে বসে থাকা চাকরিপ্রার্থীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram