Electrocuted: একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যু, জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু মা ও মেয়ের
Continues below advertisement
Electrocuted: ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও মেয়ের। একবালপুরের ঘটনা। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি ও ইজহারের স্ত্রী। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষাণা করেন চিকিৎসকরা। CESC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement