Ananda Khobor: লালন শেখের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড সিবিআইয়ের ২ তদন্তকারী অফিসার, দুই কনস্টেবল

Continues below advertisement

লালন শেখের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড সিবিআইয়ের ২ অফিসার সহ ৪। সাসপেন্ড ২ তদন্তকারী অফিসার, দুই কনস্টেবল। সাসপেন্ড করা হয়েছে ভাদু-খুনের তদন্তকারী অফিসার রাহুল প্রিয়দর্শীকে। বগটুইকাণ্ডের তদন্তকারী অফিসার বিলাস মাধঘুটও সাসপেন্ড। সাসপেন্ড করা হয়েছে লালনের পাহারার দায়িত্বে থাকা ২ কনস্টেবলকেও। প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু সিবিআইয়ের, খবর সূত্রের। সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় লালন শেখের। লালন শেখকে খুনের অভিযোগে এফআইআরে নাম রয়েছে সাসপেন্ডেড ২ অফিসারের। দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২ সিবিআই অফিসার ও ২ কনস্টেবল।

'বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে কারা পোস্টার দিল'। 'কোথায় ছাপানো হয়েছে ওই পোস্টার, তদন্তের প্রয়োজন'। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবী শামিম আহমেদের। মামলার অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram