Kalimpong Murder: কালিম্পঙে ২ শ্রমিককে কুপিয়ে 'খুন', গ্রেফতার ১

Continues below advertisement

কালিম্পঙে জোড়া খুন, ২ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ। মৃতদের নাম রঞ্জিত বিশ্বাস ও ছোটন সরকার। ছুরি নিয়ে হামলার অভিযোগ ধৃতের বিরুদ্ধে, আহত আরও ২। গ্রেফতার ১, ধৃতের নাম রাজকুমার সুব্বা।

চা পাতা তোলা নিয়ে সংঘর্ষ, এক বালককে গুলি করা হয়। জানা গেছে, ইসলামপুরের একটি চায়ের জমিতে ভাগাভাগি করে চাষ করেন এলাকার বাসিন্দারা। কে কতটা জমিতে চাষ করবেন সেই নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। আজ সকালেও এ নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলার মাঝেই চলে গুলি। এই গুলি একটি ১০ বছর বয়সী বালকের ডানডিকে বুকে লাগে। আহতকে প্রথমে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই বালকের অবস্থা এখন স্থিতিশীল। ঘটনার পর ইসলামপুর পুলিশ জেলার পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram